মানবাজার ২: বোরোতে অনুষ্ঠিত হলো আদিবাসী কুড়মী সমাজের সাংগঠনিক বৈঠক
আদিবাসী কুড়মী সমাজ সংগঠনের আগামী দিনের কর্মসূচি নিয়ে একটি বিস্তর আলোচনা সভা অনুষ্ঠিত হলো মানবাজার-২ নং ব্লক এলাকায়। রবিবার বিকেল ৫ টা থেকে বৈঠক শুরু হয় বোরো জারাগড়া এলাকায়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো,মানবাজার-২ নম্বর ব্লকের সভাপতি বৃন্দাবন মাহাতো সহ সংগঠনের অন্যান্য সদস্য।