ভগবানপুর ১: ভগবানপুর গ্রামরক্ষী বাহিনীর আয়োজনে সার্বজনীন শ্যামা পূজার আজ উদ্বোধন করেন জেলার SP সৌম্য দীপ ভট্টাচার্য
ভগবানপুর গ্রামরক্ষী বাহিনীর আয়োজনে সার্বজনীন শ্যামা পূজার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। উদ্বোধনকরেন জেলার SP সৌম্য দীপ ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রবিন চন্দ্র মন্ডল,ভগবানপুর-১পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবী গন