ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ।অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে গীতার শ্লোক পাঠের মাধ্যমে সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ। গীতা পাঠের মাধ্যমে মানবজীবনে নৈতিকতা, কর্মযোগ ও আত্মশুদ্ধির বার্তা তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন, সমাজকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব ও উদ্যোক্তা সংগঠনের সদস্যরা। তাঁদের বক্তব্যে গীতার শিক্ষা বর্তমান সমাজ ও প্রজন্মের কাছে কতটা প্রাসঙ্গিক।