পুরুলিয়া ২: SIR প্রক্রিয়াতে দলের BLA-2 দের দায়িত্ব সহ একাধিক বিষয়ে পুরুলিয়া ২ বোঙ্গাবাড়ি পার্টি অফিসে প্রশিক্ষণ তৃণমূলের
বর্তমানে গ্রামে গ্রামে যে এস আই আর প্রক্রিয়া চলছে তাতে বি এল ও আধিকারিকদের সঙ্গে থাকা তৃণমূল দলের মনোনীত বি এল এ টু কর্মীদের দলের হয়ে দায়িত্ব পালন ও তাদের ভূমিকা কি হবে সে বিষয়ে আজকে তাদের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল ব্লক তৃণমূলের পক্ষ থেকে । প্রশিক্ষণ শিবিরটি হয় বোঙ্গাবাড়ী ব্লক তৃণমূল কার্যালয়ে।