ক্যানিং ২: 'ওয়াকফ বোর্ডে ডেপুটেশন দেওয়ার নাম করে বাজার গরম করছেন' নওশাদ কে তোপ দাগলেন শওকত মোল্লা
গোটা বাংলায় ইতিমধ্যে ওয়াকফ আইন লাঘু হতে সরব হয়েছেন সংখ্যালঘুরা,কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন ক্যানিং পূর্বের বিধায়ক।শুধু তাই নয় আজ অর্থাৎ মঙ্গলবার রাত দশটা নাগাদ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা নওশাদের কলকাতা ওয়াকফ স্টেট অফিসে ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে মুখ খুললেন, তিনি বলেন পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে একটা কথা বলতে পারেনি, ভোটের মুখে বাজার গরম করার জন্য এমন আচরণ করছে নওশাদ।