রতুয়া ২: নবমীর পুণ্য তিথিতে ঢিসাল এলাকায় দুর্গাপূজা কমিটির তরফে হাজার হাজার মানুষকে বস্ত্র বিতরণ
প্রতি বছরের ন্যায় বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করল ঢিশাল ও খেরিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। নবমীর পুণ্য তিথির দিনটিকে মাথায় রেখে ঢিসাল এলাকায় এই বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। মালদা জেলার বিভিন্ন ব্লকে এলাকার মহিলা পুরুষরা উপস্থিত হওয়ার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার মহিলারাও এ বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রায় ৬০০০ মহিলাদের মধ্যে শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি অন্য ভোগ দিয়ে নরনারায়ন সেবা করা হয়।