বারাসাত ১: অটোর রেষারেষিতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বারাসাত কদম্বগাছি এলাকায়
অটোর রেষারেষিতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বারাসাত কদম্বগাছি এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাত এক নম্বর ব্লক কদম্বগাছি সরদারপাড়া এলাকায়। মৃত ব্যক্তির পরিবার শুক্রবার রাত্রি বারোটা নাগাদ বারাসাত হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানায় ওই ব্যক্তি অটো করে বাড়ি ফিরছিলেন তিনি অটোর সাইডেই বসে ছিলেন , দুটি অঠর রেষারেষিতে একটি অটো সাইডে এসে সজোরে ধাক্কা মারে, অটো উল্টে যায় রাস্তার ওপর ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। এ