দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়ির পিছনে যাত্রীবাহী ম্যাজিক গাড়ির ধাক্কা গুরুতর আহত ১০। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার বাসন্তী রাজ্য সড়কের কালি বটতলা মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা প্রাইভেট কারের গাড়ির পিছনে ক্যানিং থেকে ঝড়খালি গামী যাত্রীবাহী ম্যাজিক গাড়ি সজরে ধাক্কা মারে ম্যাজিক গাড়ির ছাদে থাকা প্রায় ৭ থেকে ৮ জন সেই গাড়ি থেকে রাস্তার উপর পড়ে। এই ঘটনায় ১০ জন কমবেশি আহত হন তাদের মধ্যে শিশু