হলদিবাড়ি: রাস্তার পাশের চাষের জমিতে আচমকাই উল্টে গেলো বালু বোঝাই ডাম্পার, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো চালক
রাস্তার উপর চলতে চলতে আচমকাই উল্টে গেলো বালু বোঝাই ডাম্পার। মঙ্গলবার শেষ বিকেলে ঘটনাটি ঘটে ধাপড়া-মেখলিগঞ্জ রাজ্য সড়কের বাগডোকরা মোর সংলগ্ন এলাকায়। জানা যায়, ডাঙ্গারহাটে একটি সরকারি কাজের জন্য ডাম্পারে ভর্তি করে বালু নিয়ে যাওয়া হচ্ছিলো। বৃষ্টির জেড়ে রাস্তার দুধার নরম হয়ে গিয়েছিলো। সেই রাস্তায় চলতে গিয়েই রাস্তার ধারের একটি চাষের জমিতে উল্টে পরে ডাম্পার গাড়িটি। গুরতর আহত অবস্থায় গাড়ির চালক'কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা।