দিনহাটা ১: দিনহাটা রথবাড়ী ঘাটে বিসর্জন ঘাটের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন উপ পৌরপিতা
দিনহাটা রথবাড়ী ঘাটে বিসর্জন ঘাটের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন উপ পৌরপিতা। বুধবার সকাল দশটা নাগাদ দিনহাটা পৌরসভার উপ পৌরপিতা সাবির সাহা চৌধুরী ঘাট পরিদর্শন করেন। প্রসঙ্গত দিনহাটা শহর ও শহর লাগোয়া দুর্গাপূজা কমিটি গুলির দুর্গাপ্রতিমা গুলি নিরঞ্জন হয় রথবাড়ি ঘাটে। সেই কারণে ঘাট তৈরি থেকে শুরু করে পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখতে তিনি উপ পৌরপিতা যান। এর আগেও মন্ত্রী উদয়ন গুহ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা সেখানে গিয়েছিলেন।