কেতুগ্রাম ২: কেতুগ্রামের কোমরপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ, ঘটনা ঘিরে ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে, উদ্ধার সুইসাইড নোট
কেতুগ্রামের কোমরপুরে গতকাল এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনা ঘিরে ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে। পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। ঘটনায় বুধবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়। মৃত সত্যজিৎ সাহার পরিবারের অভিযোগ তার মৃত্যুর জন্য দায়ী স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনরা। ফলতো দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃতের মা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।