আদাবাড়ি অঞ্চলের কামতেস্বরী গড়ে চা চাষ পদ্ধতি শুরু করতে পরিদর্শন। শুক্রবার দুপুর দুটো নাগাদ ওই এলাকায় পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এর এক প্রতিনিধি দল। এছাড়াও উপস্থিত ছিলেন সিতাই বিধায়ক সংগীতা রায়। জানা গেছে কামতেস্বরী গড়ে চা চাষ পদ্ধতি শুরু করতেই এদিনের এই পরিদর্শন।