আলিপুরদুয়ার ১: টানা বৃষ্টিতে সাঁহেবপোতা গ্রামে কয়েকটি বাড়ির উঠোন জলমগ্ন,নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় দুর্ভোগ
শনিবার রাতের ও রবিবার সকালে টানা বৃষ্টিতে সমস্যা হয়েছে আলিপুরদুয়ার -১ ব্লকের বিভিন্ন জায়গায়।বিশেষ করে নির্মীয়মাণ মহা সড়কের বিভিন্ন জায়গায় জল জমে সমস্যা হয়েছে।ব্লকের সোনাপুর,কলোনী, বাবুরহাট, আট মাইল এলাকায় রাস্তার উপর জল থাকায় যাতায়াতে সমস্যা হয়েছে।এছাড়া সাঁহেবপোতা এলাকায় রাস্তার উপর জল গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ঢুকে পরে।