খোয়াই: বেহালাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহী
Khowai, Khowai | Oct 2, 2025 মহান নবমীর রাত্রিবেলা বেহালা বাড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় আহত হয়েছে দুই বাইক আরোহী। জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা খবর দেও অগ্নি নির্বাপক দপ্তরকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে।