বাসন্তী: কালীপুজোর আগে আলোক সজ্জায় সজ্জিত বাসন্তী থানা।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার মধ্যে শ্যামা পূজা একটি গুরুত্বপূর্ণ উৎসব।প্রতি বছরের মতো এই বছর অর্থাৎ ২০২৫ সালে থানা চত্বরে আলোক সজ্জায় সজ্জিত' বাসন্তী থানা এক কথায় বলা যেতে পারে শ্যামা পূজার প্রস্তুতি জোর কদমে থানা সকল পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে পুজোর মন্ডপ শয্যায় হাত লাগিয়েছে পুলিশ কর্মীরা সারা বছর এই দিনটির অপেক্ষায় থাকেন সকলেই ডিউটির পাশাপাশি পুলিশ কর্মীরাও মেতে উঠেছেন দীপাবলীর দিনগুলি । বাসন্তী ব্লকের সক