নবান্ন উৎসব উপলক্ষ্যে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল কেতুগ্রামের বেড়ুগ্রামে। বেড়ুগ্রাম অন্নপূর্ণা বান্ধব সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে এদিন আনুমানিক দুপুর ২টা নাগাদ রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির হন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। তিনি এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বেশকিছু অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন বলেই জানা গিয়েছে।