বারুইপুর স্বর্ণ ব্যবসায়ী পরিচালনায় নবম বছরে রক্তদান শিবির হয় বারুইপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সোনার তরী কমপ্লেক্স এ। এই রক্তদান অনুষ্ঠানটি সহযোগিতা করে বারুইপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক। প্রত্যেক রক্তদাতা করে একটি করে গোলাপ ও একটি করে উচ্চ ফলনশীল গাছ উপহার দেওয়া হয়।