ময়ূরেশ্বর ১: যাদের হাতে পাওয়ার তাদের হাতেই পয়সা, মল্লারপুরে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক
যাদের হাতে পাওয়ার তাদের হাতেই পয়সা, মল্লারপুরে আজ রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথিন সেন। প্রসঙ্গত সিউড়ী ২ নম্বর ব্লকে আজ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একদল এবং কাজল শেখের সমর্থকদের মধ্যে বচসা থেকে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন অঞ্চল সভাপতি বলরাম বাগদীকে ঘিরে গোষ্ঠীভিত্তিক অসন্তোষ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়ও।