দাসপুর ১: ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুরের দুর্গাপুরে পথ দুর্ঘটনা,গুরুতর জখম ২
ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার দুর্গাপুরে যাত্রী বোঝাই টোটোর পিছনে ধাক্কা বাইকের। গুরুতর জখম 2 তাদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল ওই টোটো টি আর ঘাটালের দিক থেকেই এই বাইক এসে ওই টোটোতে ধাক্কা দিলে টোটোর মধ্যে থাকা ২ যাত্রী জখম