শালবনি: শালবনি বিধানসভায় বিজেপির sir সহায়তা কেন্দ্রে জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি
শালবনীতে এস আই আর সহায়তা কেন্দ্র বিজেপির। পশ্চিম মেদিনীপুরের শালবনি বিধানসভার অন্তর্গত কিআবনিতে ১৩১ নম্বর বুথে চলছে এসআইআর সহায়তা কেন্দ্র। এই শিবিরে আজ বৃহস্পতিবার বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির জেনারেল সেক্রেটারী গৌতম কৌড়ি সহ অন্যান্যরা। এলাকাবাসীদের ফরম পূরণে সাহায্য করছেন বিজেপি নেতৃত্বরা।