আলিপুরদুয়ার ১: দীপাবলি শেষ হতেই পৌরসভার চেয়ারম্যানের বার্তায় খুশি আলিপুরদুয়ার বাসী
আলিপুরদুয়ার পৌরসভা এলাকায় ১৪ টি ঘাট রয়েছে শুক্রবার বেলা দুটা নাগাদ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ বিভিন্ন প্রশাসনিক কর্তারা ছট পূজার ঘাট গুলি পরিদর্শন করলেন। প্রতিবছর দুর্গাপূজা এবং ছট পূজার সময় ঘাট গুলি পৌরসভার পক্ষ থেকে সংস্কার করা হয় তবে ছট পূজাতে ঘাটে খরচ অনেকটাই বেশি হয় দুর্গাপূজার চেয়ে। ছট পুজারীদের জন্য কোনরকম অসুবিধা না হয় তার জন্য প্রশাসনিক কর্তাদের পাশাপাশি পৌরসভার কর্মকর্তারা রয়েছেন এদিন ১১ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে এমনটাই বললেন।