ঝালদা ২: কোটশিলা স্টেশনে আজকেও ক্ড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা, পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিলেন জেলা পুলিশ সুপার
আদিবাসী কুড়মী সমাজের গতকালকে রেল অবরোধের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং অবরোধকারীদের মধ্যে ঝামেলায় বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং অবরোধকারী জখম হয় । আজ একইভাবে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কোটশিলা স্টেশনে । আজ এলাকা পরিদর্শনে যান পুরুলিয়া জেলা পুলিশ সুপার । গতকালকের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানান তিনি ।