একটি গাছের মাধ্যমে মৃত মায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে অভিনব উদ্যোগ ছেলের। ভাতারের আলিনগরে মায়ের স্মৃতির উদ্দেশ্যে দোওয়ার মজলিস ও চারা গাছ বিতরণ।জানা গেছে পূর্ব বর্ধমানের ভাতারের আলিনগর এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম। পেশায় সাংবাদিক। শারীরিক অসুস্থতার কারণে মাসখানেক আগে তাঁর মা রিজিয়া বেগম ৬৫ বছর বয়সে মারা যান। ধর্মীয় রীতি মেনে মায়ের আত্মার শান্তি কামনায় রবিবার বাড়িতে দোওয়ার মজলিসের আয়োজন করা হয়। এদিন শতাধিক চারা গাছ বিতরণ করা হয়।