পটাশপুর ২: বিজেপির ঘর ভাঙ্গল তৃণমূল কংগ্রেস,পাঁশকুড়া শহরে ১ নং ওয়ার্ডে TMCর সম্মেলনে BJP নেতার যোগদান
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া শহর এক নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সম্মেলনে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিজেপির এক নেতার নাম বিপিন ঘোড়ায় তিনি ছিলেন বিজেপির নির্বাচনী কনভেনার তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন সভাপতি শেখ সমীর উদ্দিন উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি ভীম সেতুয়া মফলেস্বর দত্ত মহিদুল ইসলাম