প্রায় ৩ কোটি টাকা বরাদ্দে এক কিলোমিটার নদী ভাঙন রোধে বোল্ডার পাইলিং এর কাজের শিল্যানাস হল ইটাহারে। রবিবার ইটাহারের গুলন্দর ১ নম্বর অঞ্চলের শ্রীমন্তপুর এলাকায় এই শিল্যানাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গিয়েছে, শ্রীমন্তপুর এলাকায় সুই নদীর ভাঙনের সমস্যা ছিল দীর্ঘদিনের। ফলে এই নদী ভাঙন রোধে রাজ্য সরকারের সেচ দপ্তর প্রায় ৩ টাকা বরাদ্দ করে। এদিন অনুষ্ঠানিক ভাবে সেই ভাঙন রোধে বোল্ডার দিয়ে নদীর পার বাঁধানোর কাজের শিলান্যাস করলেন MLA মোশারফ হোসেন।