ঝালদা ১: ২০ সেপ্টেম্বর আদিবাসী কুর্মী সমাজের অনির্দিষ্টকালের জন্য রেল টেকা, তুলিন স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান
২০ সেপ্টেম্বর আদিবাসী কুর্মী সমাজের অনির্দিষ্টকালের জন্য রেল টেকা, তুলিন স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান। সম্প্রতি আদিবাসী কুর্মী সমাজ আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গ, বিহার উড়িষ্যা সমস্ত ছোটনাগপুর এলাকায় রেল টেকার ডাক দিয়েছেন। জাতিগত দাবি আদায়ের লক্ষ্যে এদিন কুর্মী সমাজের মানুষজনেরা প্রায় ১০০ জায়গায় রেল অবরোধ করবেন। তার প্রস্তুতি চলছে জোর কদমে। সোমবার বিকাল পাঁচটা নাগাদ তুলীন স্টেশন ম্যানেজারকে কুর্মী সমাজের পক্ষ থ