খানাকুল ১: ডিহিবাতপুরে চলন্ত বাইক থেকে মহিলার সোনার চেন ছিনতায়ের ঘটনায় গ্রেফতার 2,আটক বাইক,উদ্ধার চেন
চলন্ত বাইক থেকে মহিলার সোনার চেন ছিনতায়ের ঘটনায় গ্রেফতার 2,উদ্ধার চেন।জানা যায়,অষ্টমীর দিন পুরশুড়ার ডিহিবাতপুরে এক মহিলার সোনার চেন ছিনতায় করে 2 দুষ্কৃতী।পরের দিন পুরশুড়া থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওই এলাকা থেকে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।তাঁদের হেফাজতে নিয়ে জেরা করে রসুলপুরের একটি গোপন স্থান থেকে সোনার চেন ও বাইকটি উদ্ধার করে পুলিশ।এবিষয়ে পুরশুড়া থানায় সংবাদিক সম্মেলন করেন আরামবাগ SDPO।