চাপড়া: চাপড়ার বিধায়কের প্রয়াত মায়ের স্মৃতির উদ্দেশ্যে ফুটবল প্রতিযোগিতা, উপস্থিত MLA ও চাপড়া থানার IC
Chapra, Nadia | Nov 16, 2025 কিছুদিন আগেই প্রয়াত হন চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানের মা। তাই বিধায়কের প্রয়াত মায়ের স্মৃতির উদ্দেশ্যে চাপরা বিধানসভার হাটখোলা হাই মাদ্রাসার মাঠে হাটখোলা হাই মাদ্রাসার ক্রীড়া সমিতির উদ্যোগে 'কিসওয়ার জাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট' অনুষ্ঠিত হলো রবিবার। এই ফুটবল প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন চাপড়ার বিধায়ক রূকবানুর রহমান, চাপড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী অনিন্দ্য মুখার্জি, চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকদেব ব্রহ্ম।