কাঁকসা: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে কাঁকসায় হাসপাতাল মোড় থেকে এক ডাম্পারের চালক কে গ্রেফতার করলো ট্রাফিক গার্ডের পুলিশ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক চালক কে গ্রেফতার করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।কাঁকসার হাসপাতাল মোড় থেকে ওই চালক কে গ্রেফতার করে রাত ৯টা নাগাদ কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে বীরভূমের দিক থেকে একটি ডাম্পার কলকাতা যাওয়ার পথে পুলিশ ডাম্পার টিকে দাঁড় করিয়ে চালক কে মেশিনের দ্বারা পরীক্ষা করতেই তাকে মদ্যপ অবস্থায় পায়।এর পরেই তাকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃত চালক ২৪পরগনার বাসিন্দা বলে জানা গেছ