মহিষাদল: মহিষাদল গড়কমলপুর গ্ৰাম পঞ্চায়েতের এক্তারপুর প্লাস্টিক কারখানা পরিদর্শন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী
মহিষাদল গড়কমলপুর গ্ৰাম পঞ্চায়েতের এক্তারপুর প্লাস্টিক কারখানা পরিদর্শন শনিবার মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। শনিবার বিকাল তিনটা নাগাদ মহিষাদল গড় কমলপুর এক্তারপুরে প্লাস্টিক কারখানার ঘুরে দেখেন, এছাড়া উপস্থিত ছিলেন মহিষাদল বিডিও বরুনাসী সরকার, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।