নাকাশিপাড়া বেথুয়াডহরীতে অবস্থিত নাকাশীপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আলোচনা সভার বিষয়বস্তু ছিল SIR এ ভোটারদের নোটিশ পাঠানো নিয়ে। কি কারণে এই নোটিশ পাঠানো এবং কি হয়েছিল সবিস্তারে বর্ণনা করলেন নাকাশীপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কনিষ্ক চ্যাটার্জি। কি বললেন তিনি সেই সভাতে শুনুন তার মুখ থেকে।