পৌষ পার্বন উপলক্ষে জঙ্গলমহল জুড়ে বিরাট উৎসবের আমেজ। বৃহস্পতিবার অযোধ্যা পাহাড়ের সীতাকুন্ড সংলগ্ন মাঠে ১৯ তম বুরু মেলার আয়োজন হল বৃহস্পতিবার বিকাল ৫ টা নাগাদ। গড়ধাম বুরু মেলা কমিটির পরিচালনায় এই মেলা অনুষ্ঠিত হয়। আদিবাসীর প্রাকৃতিক দেবতাকে লায়া সম্প্রদায়ের পুরোহিত দ্বারা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার শুরু হয়। সেখানে আকর্ষণ ছিল মোরগ লড়াই ও টুসু প্রতিযোগিতা। পাহাড় সহ পাহাড় তলির অঞ্চল গুলি থেকেও মানুষ ভিড় করেছিল মেলাতে। এছাড়াও বিভিন্ন জায়গায় এদিন পৌষ পার্বন