কলকাতা: পুজোর মরশুমে শিয়ালদহ ডিভিশনের নতুন উপহার আরো একটি লোকাল ট্রেন
দুর্গাপূজোর আগে আবার নতুন উপহার দিচ্ছে শিয়ালদহ ডিভিশন । আরো একটি নতুন লোকাল ট্রেন উপহার দেওয়া হচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর সোমবার থেকে এই নতুন ট্রেনটি পরিষেবা দেবে। উৎসবের মরশুমে নয়া উপহার পূর্ব রেলের। এই নতুন ট্রেনটি ৩১৩৪৩ আপ বিধাননগর রোড থেকে কল্যাণী পর্যন্ত যাবে। ট্রেনটি বিধান নগর রোড থেকে সন্ধ্যা সাতটা বেজে ২৭ মিনিটে ছাড়বে এবং রাত আটটা বেজে ৩৬ মিনিটে কল্যাণী পৌঁছবে।