পাড়া: সাঁওতালডি দত্ত বাঁধ কালী মন্দিরে কালী পূজো উপলক্ষে ভক্তদের ভিড়
Para, Purulia | Oct 20, 2025 সাঁওতালডি থানার অন্তর্গত দত্ত বাঁধ কালী মন্দিরে সোমবার সন্ধ্যা নাগাদ কালী পূজো উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল। প্রতি বছরের মতো এবছরও বিশাল জাঁকজমক সহকারে আয়োজিত হয়েছে কালী পূজো। রঙিন আলোকসজ্জা ও নানান শৈল্পিক সজ্জায় সেজে উঠেছে সমগ্র মন্দির চত্বর। স্থানীয় সূত্রে জানা গেছে, দত্ত বাঁধ কালী মন্দিরের প্রায় পঞ্চাশ বছরেরও বেশি ঐতিহ্য রয়েছে। এখানকার পূজা প্রাচীন রীতি অনুযায়ী সম্পন্ন হয় এবং বলি প্রথাও এখনও চালু রয়েছে। পূজার সময় ভক্তদের মধ্যে ছিল