কলকাতা: এস.এস.কে.এম হাসপাতালের নবনির্মিত উডবার্ন-২ ভবন 'অনন্য'-এর শুভ উদ্বোধনে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এস.এস.কে.এম হাসপাতালের নবনির্মিত উডবার্ন-২ ভবন 'অনন্য'-এর শুভ উদ্বোধনে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ মঙ্গলবারেই পিজি হাসপাতালে আরও একটি উডবার্ন ওয়ার্ডের পথ চলা শুরু হলো। এসএসকেএম-এর নতুন এই উডবার্ন ওয়ার্ডের ভবনের নামকরণ করা হয়েছে 'অনন্য'।'অনন্য' নামে নতুন এই উডবার্ন ওয়ার্ডের ভবনটিতে মোট ১০২টি কেবিন ও ৮টি স্যুইট থাকছে।