হরিশ্চন্দ্রপুর ২: গরু চুরিতে ব্যবহৃত চারচাকা গাড়ি ধরে ফেলল গোবরা এলাকায় গরুর মালিক, চুরির দৃশ্য ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়
গরু চুরিতে ব্যবহৃত গাড়ি ধরে ফেলল গরুর মালিক সহ পরিজনরা। এমন অবস্থায় গাড়ি ছেড়ে পালালো গাড়ির মালিক। ঘটনায় অভিযোগের ভিত্তিতে গাড়িটি আটক করেছে রতুয়া থানার পুলিশ।যদিও চুরি হয়ে যাওয়া গরু এখনো উদ্ধার হয়নি।রতুয়া থানার উত্তর বালুপুরের বাসিন্দা মিঠুন মন্ডলের শনিবার গভীর রাতে তার একটি গরু চুরি করে নিয়ে পালায় চোরেরা।এই গরু চুরিতে ব্যবহার করা হয় একটি চারচাকা পিকআপ গাড়ি।গরু চুরির সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পরে।গাড়িটিকেও ধরে ফেলল গরুর মালিক।