ইলামবাজার: শ্রাবণের শেষ সোমবারে ভুবনেশ্বর গ্রামে মহাসমারোহে চলছে মহাদেবের পুজো পাঠ ও প্রসাদ বিতরণী অনুষ্ঠান
শ্রাবণের শেষ সোমবারে ইলামবাজারের জয়দেব কেন্দুলীর অঞ্চলের ভুবনেশ্বর গ্রামের বাবা মহাদেবের পূজা পাঠ মহাসমারোহে চলছে এবং দুপুরে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় সর্বসাধারণ মানুষদের জন্য দুপুর ২টো নাগাদ। প্রতিবছরের মতো এ বছরও এই বাবা মহাদেবের পূজা পাঠ এবং সর্বশেষে খিচুড়ি প্রসাদ বিতরণ হয়।অনুষ্ঠানে বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কড়া নজরদারি ছিল।