তমলুক: তৃণমূলের শ্রমিক সংগঠনের আয়োজনে নিমতৌড়িতে বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন INTTUC রাজ্য সভাপতি
ভাদ্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজোপ্রযুক্তির দেবতা বিশ্বকর্মা কলকারখানা ও যন্ত্র নির্ভর কাজের জায়গা বিশ্বকর্মা আরাধনা করা হয়, শ্রমিকরা কলকারখানা সমস্ত মেশিন ও যন্ত্রাংশের পুজো করেন |তৃণমূলের শ্রমিক সংগঠন নিমতৌড়িতে বিশ্বকর্মা পূজার আয়োজন করে আসছেন সেই উপলক্ষে আজ বিশ্বকর্মা পূজোর ফিতে কেটে কেটে শুভ উদ্বোধন করলেন INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ অন্যান্য নেতৃত্বরা |