গাজোল: দেওতলা 512 নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ১টি পিকআপ গাড়ি কে মারুতি গাড়ি ধাক্কা মারার জেরে ১ ব্যক্তি গুরুতর আহত হয়েছে
Gazole, Maldah | Nov 8, 2025 বল্লা কালীর দিক থেকে এক ছোট মারুতি গাড়ি নিয়ে মালদার অভিমুখে ফেরার সময় গাজোলের 512 নং জাতীয় সড়ক দেওতলাতে দাঁড়িয়ে থাকা ১টি পিকআপ গাড়ি কে।নিয়ন্ত্রন হারিয়ে এসে সজরে ধাক্কা মারে ১ টি ছোট 4 চাকা মারুতি গাড়ি। আর তারি জেরে রাস্তার সাইডে বসে থাকা এক ব্যক্তি ধাক্কা লাগার জেরে গুরুতর আহত হয়। এরপর গুরুতর আহত ওই ব্যক্তিকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এরপর ওই ব্যক্তির অবস্থা অবনতি হলে পরে তাকে মালদা