চাকদা: বিহার এর বিধানসভা নির্বাচনে বিজেপির জোটের নজরকাড়া সাফল্যেরর বিজয় উৎসব পালন চাকদায়,উপস্থিত চাকদার বিধায়ক
Chakdah, Nadia | Nov 15, 2025 বিহার এর বিধানসভা নির্বাচনে বিজেপি তথা এন ডি এ জোটের নজরকাড়া সাফল্যের পর এবার সেই জয়ের বিজয় উৎসব পালন করলেন চাকদার বিজেপি কর্মীরা। আর তারই অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যায় আনুমানিক 7 টা নাগাদ চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের নেতৃত্বে চাকদা শহরে বিহার ভোটে বিজেপির নজর কাড়া সাফল্যের জন্য বিজয় মিছিল বের করে বিজেপি কর্মীরা। এদিন এই বিজয় মিছিল থেকে পথচলতি মানুষের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়। এদিন এই বিজয় মিছিল থেকে বিধায়ক বঙ্কিম ঘোষ আমাদের জানান........