কোচবিহার ১: ঐতিহ্যবাহী মশাল দৌড়ের শুভ সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দীপ্তি সংঘের ঐতিহ্যবাহী মশাল দৌড়ের শুভ সূচনা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই ঐতিহ্য বাহী মশাল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৮ কিলোমিটার দৌড়ে যারা এক থেকে দশের মধ্যে স্থান অধিকার করবে তাদের সকলকে পুরস্কৃত করা হবে দীপ্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে