কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর কদমতলা ঘাটে ২টি ৯ ইঞ্চি কালী প্রতিমা বিসর্জন, বিসর্জন দেখতে ভীড় সাধারণ মানুষের
বুধবার কৃষ্ণনগর শহরে বিভিন্ন বাড়ির কালী প্রতিমা শুরু হলো বিসর্জন।তেমনি কৃষ্ণনগর এলাকার দুটি ছোট ছোট শিশুদের তৈরি নয় ইঞ্চি কালি প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হলো কৃষ্ণনগর কদমতলা ঘাটে। নয় ইঞ্চি কালী প্রতিমা দেখতে ভিড় করেছেন সাধারণ মানুষরা।