হরিশ্চন্দ্রপুর ১: ভিন রাজ্যে মৃত শ্রমিকের পরিবারের সাথে দেখা করতে বাগমারা গ্রামে পৌঁছলেন রাজ্য সরকারের প্রতি মন্ত্রী
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় আনোয়ার আলী নামে বাগমারা গ্রামের এক শ্রমিকের। দিন কয়েক আগে পাঞ্জাবে কাজে গিয়ে ঘটে যাওয়া ঘটনার পর পরিবার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। বিষয়টি জানতে পেরে পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে পৌঁছে যান রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। বেশ কিছু সহযোগিতা প্রদান করার পাশাপাশি সরকারি কি কি সুবিধা পেয়েছে সে বিষয়ে খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার বার্তা রাখেন তিনি।