চাঁচল ১: আশ্রমপাড়ায় ভাঙছে কংক্রিটের রাস্তা, জলাশয়ে মিশে বিপজ্জনক চলাচল
কংক্রিটের রাস্তা ভেঙে পড়ছে জলাশয়ে। বিপজ্জনক অবস্থায় চলছে যাতায়াত। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারে কেউ উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়কের সংযোগকারী আশ্রমপাড়ার প্রায় পাঁচশো মিটার কংক্রিটের রাস্তা ভেঙে জলাশয়ে মিশে যাচ্ছে। কোথাও বড় গর্ত, কোথাও আবার ফাটল ধরেছে। ফলে সংকীর্ণ হয়ে পড়েছে ওই ব্যস্ততম রাস্তা। প্রতিদিন শতাধিক টোটো, মোটরবাইক ও পথচারী ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বর্ষার পরে রাস্তাটি আরও ভেঙে পড়েছে বলে দাবি