বারাসাত ১: লক্ষ্মী পূজার সামগ্রী করতে বারাসাতের বাজারে জনস্রোত চোখে পরার মত
আগামী ৬ই অক্টোবর কোজাগরি লক্ষ্মীপুজো এবং বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি সনাতন হিন্দু পরিবার এই লক্ষী পুজো করে থাকেন তাই পুজোর একদিন আগে থেকেই পুজোর সমস্ত সামগ্রী কিনতে ভিড় জমা বিভিন্ন বাজারে, সেই একই ছবি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত হরিতলা মোড় এলাকায় কোজাগরি লক্ষ্মীপুজোর সামগ্রী কিনতে রীতিমতো জন স্রোত নেমেছে বারাসাতের হরিতলা মোড় এলাকায়, রাস্তা ২পাঁচ ধরে কো