কৃষ্ণনগর ২: কালীনগর গ্রামে কয়েকটি রাস্তা সহ বেশ কয়েকটি প্রকল্পের কাজের সূচনা
দীর্ঘদিন ধরেই বেহাল ছিল যাতায়াতের রাস্তা। জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সর্বত্র অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। অবশেষে *আমাদের পাড়া আমাদের সমাধান"* শিবিরে দাবি জানিয়ে মিললো সমাধান। শুরু হলো নতুন কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ। যার জেরে খুশি এলাকাবাসী। শুক্রবার দুপুর একটা নাগাদ কৃষ্ণনগর ২ ব্লকের নওপাড়া গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামে এরকমই কয়েকটি রাস্তা সহ বেশ কয়েকটি প্রকল্পের কাজের সূচনা করা হয়।