ইলামবাজার: বনাঞ্চলের কামারপাড়ায় ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার কোর কমিটির সদস্য রবি মুর্মু
আজ ১৮ ই সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৫ টা ৪৫ মিনিট নাগাদ বনাঞ্চলের কামারপাড়া মা মনসা ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ও বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও উৎসবমুখর করে তোলে।