খড়গপুর ১: খড়গপুর পৌরসভায় হচ্ছে না পুজো কার্নিভাল, কি বলছেন প্রাক্তন এবং বর্তমান পৌরপ্রধান?
আগামীকাল ৪ অক্টোবর শনিবার, রাজ্যের প্রায় সমস্ত পৌর এলাকাতেই পালিত হবে পুজোর কার্নিভাল। কিন্তু সংশয়ে খড়গপুর পৌরসভা। খড়গপুর পৌরসভায় পুজো কার্নিভাল হবে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়।। গত বছরও খড়গপুর পৌরসভায় হয়নি পুজো কার্নিভাল, যেখানে মেদিনীপুর সহ বিভিন্ন এলাকাতে চলছে পুজোর কার্নিভাল সেই জায়গায় দাঁড়িয়ে খড়গপুর পৌরসভায় অনুষ্ঠিত হচ্ছে না পুজোর কার্নিভাল,