দাসপুর ১: দাসপুরের শ্যামসুন্দরপুরে বিধ্বংসী অগ্নিকান্ড,ঘটনাস্থলে দমকল ও পুলিশ
দাসপুরের শ্যামসুন্দপুরে দাসপুর সবজি বাজারের ঠিক পাশেই চ্যাটার্জি হোমিও ফার্মেসীর দোতলায় বিধ্বংসী অগ্নি কান্ড। জানা যাচ্ছে সোমবারের রাত প্রায় ১০ টা থেকে ওই বিল্ডিংয়ের দ্বিতলে আগুনিনের কুণ্ডলী দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আগুন নেভানোর চেষ্টায় কিন্তু আগুন আয়ত্বে আসছে না। জানা গেছে ওই বিল্ডিংয়ের দোতলায় তামার কাজ চলে। সেখানে কাজের সময় কোনোভাবে আগুন লাগে।