শীতলকুচি: পুরাতন পঞ্চারহাট এলাকায় পাগলা কুকুর কামড়ে জখম দুই শিশু চিকিৎসাধীন হাসপাতালে
বুধবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত পুরাতন পঞ্চারহাট এলাকায় পাগলা কুকুর কামড়ে জখম দুই শিশু। জানা যায় বাচ্চাটা যখন বাড়ির বাইরে খেলা করছিল তখন পাগলা কুকুর এসে একটি বাচ্চাকে কামড় দেয় তারপর কয়েকটি বাড়ি পড়ে আবার একটি বাচ্চাকে কামড় দেয় এছাড়াও এলাকার দুটি ছাগল ও গরুকেও কামড় দেয় বলে জানান এলাকাবাসীরা। জখম শিশুরা শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।।